Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইল জাতীয় আশা-আকাঙ্খার সাথে সংগতি রেখে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন ললিতকলার সমৃদ্ধি, প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে ১৬ কোটি মানুষের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রবাহ তৈরি করে সৃজনশীল মানবিক বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করে থাকে। বিগত ৩ অর্থবছরে শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন, সংস্কৃতির বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা (নাটক, নৃত্য, তালযন্ত্র, সঙ্গীত, চারুকলা ও আবৃত্তি), বার্ষিক চারুকলা প্রদর্শনী, নাটক, চলচ্চিত্র, আবৃত্তি, সংগীত, নৃত্য, চারুকলাসহ শিল্পের বিভিন্ন শাখায় জেলার শিশু, কিশোর, যুব ও প্রবীণদের অংশগ্রহণে শিল্পযজ্ঞের আয়োজন করা হয়েছে। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা আয়োজন, চলচ্চিত্র উৎসব, স্কুলে বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ কর্মসূচি পরিচালনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মেমোরী অফ দ্যা ওয়ার্ল্ড হেরিটেজে যুক্ত হওয়ায় এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ব্যবস্থাপনা। শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন; মাদকাসক্তি, জঙ্গীবাদ ও মূল্যবোধের অবক্ষয় রোধে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা। বিগত ৩ বছরের আয়োজিত উৎসবগুলোর মধ্যে আরও রয়েছে লোকসংস্কৃতি উৎসব ও বই মেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠা সাংস্কৃতিক উৎসব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক উৎসব, সংগীত উৎসব ও নৃত্য উৎসব, শিল্পের শহর বিষয়ক সাংস্কৃতিক আয়োজন, নদীভিত্তিক সাংস্কৃতিক আয়োজন, উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান, বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর, বছরব্যাপী নাট্য প্রদশনী, বষবরণ উৎসব, বসন্ত উৎসব, বর্ষাবরণ, রবীন্দ্র-নজরুর জন্মজয়ন্তী এবং 'Art Against Corona' শীর্ষক আয়োজন জেলা শিল্পকলা একাডেমির টাঙ্গাইলের সাম্প্রতিক উল্লেখযোগ্য অর্জন।